Tuesday, December 06, 2016

ফেলু মিয়া

তখন ৫ম শ্রেণীতে পড়ি।
একটা ছড়া প্রতিযোগিতায় এই ছড়াটা
লিখে প্রথম হয়েছিলাম। কোন এডিট
ছাড়াই সবার সাথে শেয়ার করলাম ।
*
ফেলু মিয়া
==========
এই পাঠশালারই একটি ছেলে
নাম তার ফেলু মিয়া
স্বভাব চরিত্র অতি নম্র
পড়াশুনা করতো মন দিয়া।
এমন কোন ছাত্র নেই
পেরে ওঠে তার সাথে
পরীক্ষাতে উত্তরগুলো থাকতো
তারই পায়ে হাতে।।
দুইয়ে দুইয়ে পাঁচ হয়
সাতে সাতে ছয়
অংকে তার পাশ মার্ক
নেই আর কোন ভয়।।
ইংরেজীতে বেজায় ভালো
বিজ্ঞানেতে পাকা
দুটোতেই পায় সে মস্ত বড়
দুইটি গাড়ির চাকা।।
বাংলায় সে পটু বটে
ধর্মে চলে বাঁকা
পাশ হবে তবু বলে সে বেড়ায়
হেড মাস্টার তার কাকা।।

No comments:

Post a Comment