Friday, December 02, 2016

খোলা চিঠি

খোলা চিঠি
তোমাকে বলছি, বুঝতে পারছ কি তুমি?
অনেক গুলো কথা জমা হয়ে গিয়েছিল তো , তাই আর কি। কি করে বলব...বুঝতে পারছিলাম না। তাই, এ চিঠির অবতারনা।
সময় হবে তোমার..? তাহলে একটু বসো। পড় চিঠিটা।
জানো!
আজ চুড়ি পড়েছিলাম ; দু হাতে নয়, এক হাত ভর্তি কালো সাদা রেশমী চুড়ি! চোখের আড়াল থেকে তোমার ভালো লাগা টা উপভোগ করেছিলাম।জীবনের
সব রং মুছে যাওয়া মানুষটি রঙিন চুড়ি কি করে পড়বে বলো ? তাই তো কালো সাদাতেই মানিয়ে গেলো।
তুমিই তো একদিন বলেছিলে, "বালিকা আমি বারবার তোমারই প্রেমে পড়তে চাই ।" আচ্ছা কথা টা কি অন্তরের ছিলো, নাকি শুধুই কথা..?
একদিন অনেক অনেকগুলো রেশমী চুড়ি চেয়েছিলাম। বাহারী রঙের দু হাত ভর্তি রেশমী চুড়ি।
আজ হয়তো কিনছো কিন্তু তাতে আমি নেই।
আচ্ছা, এখনোকি এমনি উৎসুক চোখে মনোবলের গতি বাড়াতে কারো মুখ দেখো?
নাকি সেই মুখের আড়ালে আমার এই "ভালো না লাগা" মুখটা অবচেতন মনে ভেসে ওঠে।
এমনটা করো না যেন।
সম্পর্কের অনেক গুলো দিন...!অনেক গুলো ঘন্টা, মিনিট, সেকেন্ড, অনেক গুলো মুহূর্ত..! ভাবতেই কেমন জানি মাথা গুলিয়ে যায়....
অনেক সময় অনেক কথার সমাহরে তোমায় হাসিয়েছি,
একাকিত্বের সময় টায় তোমায় সজ্ঞ দিয়ে তোমার
নিরব আত্নার প্রান সঞ্চার করেছি। এসবের কোন মুল্য খুজিনি ।পাগলীর মত শুধুই বার বার অভিমান করেছি
আর তোমার বকা শোনার জন্য অপেক্ষা করেছি।
এত গুলো দিনের সঙ্গী হারিয়ে, হঠাৎ করে চিরতরে একা হয়ে যাওয়া। সামনের দিন গুলো চোখে ঝাপসা ....
ধরতে না পারা দুটি হাতের অভাব বোধ....
বহুল প্রতীক্ষিত একটা মুখ, এক ঝলক হাসি !
না পাওয়ার শুন্যতা.....
এত্তগুলো হতাশা, জ্বলে উঠা দুটো চোখ। তোমায় ফিরে পাওয়ার জন্য মৃত্যুর প্রতীক্ষা...
বন্ধ চোখের গড়িয়ে পরা গরম জল.......
কিছু দিন ধরেই কথা গুলো মাথায় ঘুরছে। আমি আর তোমাকে ফিরে পাবো না।
তাই খুব ভয়ে আছি, কখন কি হয়! আসলে এক রোখা জিদের সময় টা পার করে এসেছি তো, তাই আর কি। সময় তো এখন, শুধু অসহায়ত্বের দাবিদার!
সময়ে কি হয় তা তো বলা যায় না।
তবে আমার খুব জানতে ইচ্ছা করে, আমি হীন সময় গুলো কিভাবে কাটাও তুমি !
যাই বলো না কেন, সারা দিনের ব্যস্ততার সময় কাটিয়ে ঘুমের আগে হলেও "আমার এই ভালো না লাগা মুখ" টা তোমার ঠিকই মনে পড়বে। প্রতিদিনের কিছু সময় যে , আমার জন্য বরাদ্দ ছিলো। এই সময় টা কি করবে তুমি..? হাজার জনের মাঝ থেকে আমার হাসি টা তো আর একবারও শুনতে পাবে না তুমি... তখন!
দিন যেতে যেতে আমার উপর হাজারো ধুলো পরে যাবে। বিস্মৃতি হয়ে যাবো আমি!
ব্যস্ততার সময় ফুরিয়ে যাওয়ার পর যখন একেবারে একা হয়ে যাবে, যখন তোমার অর্ধাঙ্গী ও থাকবে না পাশে;
সে সময় এর কোন উষ্ণ সকাল বা বিকালে হাজারো ধুলো পরা আস্তরণ থেকে কি "আমার এই ভালো না লাগা মুখ টা " চোখের কোণে ভাসবে..?
যদিও বা ভাসে আমি তখন অনেক দূরে পৃথিবী থেকে; আকাশের তারা হয়ে তোমার শুন্যতা উপভোগ করবো।
সব শেষে,
তুমি ভালো থেকো। সব থেকে ভালো। 😊😊
এই, এবার চোখ তোলো। চিঠি তো শেষ। তোমার কি মন খারাপ হয়ে গেলো? .. মন খারাপ করো না, তুমি তো জানোই আমি আর কেমন লিখতে পারি।।।
___মম

No comments:

Post a Comment