Tuesday, December 06, 2016

ঈর্ষা

..হিংসা বা ঈর্ষা, ইংরেজীতে যাকে
বলে jealousy খুব কমন একটা জিনিস।
সবার আছে কারো কম কারো বেশি।
হিংসা অনেক রকম..সৌন্দর্যে
হিংসা,সম্পদে হিংসা আবার কারো
ভালবাসায় হিংসা।
আপনার আপনজন আপনার চেয়ে বেশি
অন্য কাওকে প্রধান্য দিক এটা আপনি
কখোনই চাইবেন না।আপনার জায়গাটা
অন্য কেউ নিয়ে নিবে ভাবতেও
পারেন না আপনি।সমস্ত শরীরে
হিংসার বন্যা বয়ে যায়। হাতের কাছে
পেলে তখন খুন করতেও মনে হয় হাত
কাঁপবেনা। যে কোন কিছুর বিনিময়ে
আপনার আপনজন আপনার নিজের
জায়গা আপনি কাওকে দিবেন না।
কিন্তু এ সবকিছুর পরাজয় ঘটে যখন
আপনার কাছের মানুষটি আপনার
জায়গাটা অন্যকে দিয়ে দেয়। কিছু
করার থাকেনা আপনার। আপনার রাগ,
হিংসা, ঈর্ষা সবকিছুর পতন ঘটে যায়।
ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকেন
একটু একটু করে...
হুম... খুব অসহায় এই ঈর্ষা শুধুমাত্র
আপনজনকে ভালবাসেন বলে। যুদ্ধে
শত্রুর হাতে নিজের অস্ত্র তুলে দিয়ে
মাথাপেতে দেওয়া..... হিংসার বলি
দিয়ে দেওয়া শুধুমাত্র তাকে
ভালবাসেন বলে।

No comments:

Post a Comment