Friday, December 02, 2016

প্রিয়

কিছু ভালোলাগার দল রক্তে মিশে
থাকে
যা ভাবতেই শুষ্ক ঠোঁটে প্রাণ নেমে
আসে
হয়তো এসব আমার ক্লান্তিহীন চর্চা
হয়তো বা ভুল|
প্রিয় 'তোমাকে' ভুলিয়ে দিচ্ছি
রাতের কালোয়
মিলিয়ে যাচ্ছ তুমি অতীত ক্ষয়ের
ভীরে
হয়তো একা আমি এই ক্ষয়ের শহরে
হয়তো বা মৃত|
খুব ভোরে এখন আর শিউলী ঝরে না
চোখের উঠোন-কূল জলে ছেয়ে থাকে
হয়তো শিউলী ঝরে হয়তো বা জলেই
হারায়|
ভালোলাগার বাড়াবাড়ি চর্চারা আজ
স্বাভাবিক
তোমাকে ভালোবাসার অভ্যাসটাই
অপরিবর্তনীয়
হয়তো তা ঐশ্বরিক হয়তো বা আমার
অযোগ্যতা|
পাপ জমিয়েছো আমায় ভালোবাসতে
গিয়ে...?
তবে একাই হাঁটবো এই শুষ্ক মরুর রুক্ষ
পথে
হয়তো তোমার নরক যন্ত্রনা ঘুঁচবে
হয়তো বা পাবে শান্তির স্রোত|

No comments:

Post a Comment