Tuesday, December 06, 2016

বিষাদ কাব্য

বিষাদ কাব্য
====================
আমি কি তোমার জন্য মাড়াইনি
অনন্ত কন্টকবন?
ক্ষত-বিক্ষত করিনি দুইটি পা ?
নিদ্রাহীন কাটাইনি সহস্র রজনী?
ছিন্ন ভিন্ন করি নাই এই সত্তা আমি কি মোটেই?
নিজেকেই ফেলিনি কি
সাম্ভব্য বিপদের মুখে বারবার ?
দীর্ঘশ্বাস করি নাই আমার সতত সঙ্গী?
,
একমাত্র তুমিই জানো রাতজাগা মাঘ নিশীথের চাঁদ
অন্তরাত্মা দীর্ঘশ্বাসগুলি
বুকের পাঁজড় খুলে দেখ লেখা আছে
কত সজল বিষাদ গাঁথা,
কত অশ্রুময় উপন্যাসের পাতা
আমার এই ভাঙা বুকখানি।
,
আমি কি নিজেই জ্বালাইনি এই অগ্নি, দাবদাহ
নিজের কন্ঠেই ঢালিনি গরল?
আমিকি নিজেই ছিঁড়িনি এই
গোলাপের রাঙা পাপড়িগুলি ?
পানপাত্র করি নাই একেবারে খাঁ খাঁ মরুভূমি ? নিজের হাতেই খুড়ি নাই নিজের কবর ,
এই বুকে জ্বালাইনি চিতা ?
একেবারে পোড়া কাঠখন্ড করি নাই
এইটুকু সামন্য জীবন আমার?
করিনি এই বুকে অনন্ত সূর্যাস্ত ,
নক্ষত্রের খসে পড়া?
আমি কি তোমার জন্য এই নিরিবিলি পঙক্তিমালা , গাঢ় শিল্পকর্ম , মুগ্ধ উপমা
করিনি এলোমেলো?
বলো এতটুকু করিনি তছনছ নিজের জীবন?
ফেলিনি কি দু'ফোঁটাও তপ্ত চোখের জল?
, ,
তাহলে তুমি কেন
পারনাই এতটুকু মূল্য দিতে
এতটুকু ঠাঁই দিতে তোমার হৃদয় প্রকোষ্ঠে?
কেন আর সকলের মতো
আমাকেও
উপেক্ষার অনন্ত তুষার দেশে
এইভাবে ফেলে গেলে শেষে????
______গোধূলী স্বপ্ন

No comments:

Post a Comment