নকশী কাঁথায় স্বপ্ন
==================
এভাবেই ধীরে ধীরে একদিন বিলুপ্ত
হব তোমার অস্তিত্ব থেকে,
হয়ত বা ফিরে আসব তোমার কাছ
থেকে এক মুঠো অভিমানে,
নীরব প্রস্থানে রয়ে যাবে কিছু
কথা;কষ্টের তিব্রতায় না পাওয়ার যত
ব্যাথা।
এখন আর কাঁদিনা,তুমি কষ্ট পাও বলে,
তবুও ভয় হয় আমার অবিকৃত স্বপ্ন
থেকেও যদি তোমাকে হারাতে হয়।
হয়ত আবারো দেখা হবে, বিষাদ বা
ক্লান্তময় দিনের শেষে,হয়ত আমাকে
আবারো খুঁজবে যখন খুব একা হয়ে
যাবে,কিন্তু আমাকে আর পাবে না,
সেদিন ও হয়ত আমি ভালোবাসার
নকঁশি কাঁথায় স্বপ্ন বুনে যাবো আপন
মনে।
==================
এভাবেই ধীরে ধীরে একদিন বিলুপ্ত
হব তোমার অস্তিত্ব থেকে,
হয়ত বা ফিরে আসব তোমার কাছ
থেকে এক মুঠো অভিমানে,
নীরব প্রস্থানে রয়ে যাবে কিছু
কথা;কষ্টের তিব্রতায় না পাওয়ার যত
ব্যাথা।
এখন আর কাঁদিনা,তুমি কষ্ট পাও বলে,
তবুও ভয় হয় আমার অবিকৃত স্বপ্ন
থেকেও যদি তোমাকে হারাতে হয়।
হয়ত আবারো দেখা হবে, বিষাদ বা
ক্লান্তময় দিনের শেষে,হয়ত আমাকে
আবারো খুঁজবে যখন খুব একা হয়ে
যাবে,কিন্তু আমাকে আর পাবে না,
সেদিন ও হয়ত আমি ভালোবাসার
নকঁশি কাঁথায় স্বপ্ন বুনে যাবো আপন
মনে।
No comments:
Post a Comment