কবিতা নীড়
-----------
*
আজ সারাটা দিন কেন যেন
কবিতাকে মনে পড়ছে খুব। মনটাকে
কিছুতেই কোনদিকে ঘুরানো
যাচ্ছেনা। এই মনযোগটা পেতেই
মেয়েটা কি না করেছে!
পাগলী ছিলো বটে। কিন্তু সে
পাগলামী অনেক উপভোগ করতো নীড়।
খামখেয়ালীর বসে অনেক অবহেলা
আর কষ্টও কম দেয়নি মেয়েটাকে।
অথচ আজ কেন জানি অনেকদিন পর
কবিতার পাগলামী নীড়ের একটু
মনোযোগ পাবার আপ্রাণ চেষ্টা, এমন
কি অদৃশ্য ছায়া হয়ে নীড়ের সঙ্গী
হবার চেষ্টায় অবিচল থাকা
কবিতাকে ভীষণ ভীষণ মনে পড়ছে
নীড়ের।।
,
সময়ের আবর্তে ব্যস্ততায় ভবিষ্যত
গড়ার মাঝখানে অনেকটা সময় পার
হলেও মনে হচ্ছে এইতো সেদিনের কথা
, চোখের সামনেই ভাসছে সব।
খুব আনন্দেই দিন কাটছিল দুজনের।
একে অন্যের কেয়ার সারাদিনের সব
কিছু শেয়ার না করলে যেন জীবনের
একটা দিন অপূর্ণ থেকে যেত দুজনেরই।
ভুল করে ভুল সময়ে অনেকটা
অপ্রত্যাশিত ভাবেই পরিচয় হয় কবিতা
নীড়ের। প্রথম দিকে কবিতা নীড়কে
তেমন পাত্তা না দিলেও নীড়ের
বেকার জীবনের অফুরন্ত সময় কাটাতে
কবিতাকে আঁকড়ে ধরার চেষ্টায় হার
মানতে বাধ্য হলো । নীড় খুব সাধারন
ঘরের সাধারন একটা ছেলে। তবে
মানুষকে আকৃষ্ট করার অসাধারন একটা
গুন আছে তার মাঝে। নতুন নতুন বন্ধুত্ব ,
তাদের জানার আগ্রহ , এবং মায়ায়
বাঁধতে তেমন বেগ পেতে হতো না তার।
তবে কবিতাকে ঘিরে তার অন্যরকম
ভালো লাগা তৈরি হয়েছে।কবিতার
সারল্য তাকে মুগ্ধ করে। কবিতার
প্রতি নীড়ের মনোযোগটা কবিতাও
অনুভব করতে শুরু করে। ভালো লাগাটা
তখন থেকেই শুরু।
,
নীড়ের ভাঢলোলাগা মন্দ লাগা, ছোট
বড় দুঃখগুলো, নীড়ের প্রতিবন্ধকতাগুল
ো, লক্ষ্য , স্বপ্ন কিছুই আর অজানা
রইলো না কবিতার। খুব মনোযোগ দিয়ে
তার কথাগুলো শুনতো আর নীড়ের স্বপ্ন
গুলো যেন সত্যি হয় তার জন্য
সৃষ্টিকর্তার কাছে নীড়ের হয়ে
প্রার্থনা করতো। নীড়ও যেন তার
নির্ভরযোগ্য একটা ছোট্ট নীড় পেল।
দুজনেই সবার অন্তরালে নিজেদের
অজান্তেই কখন যেন ছোট্ট সুখের
কবিতা নীড় রচনা করে ফেললো।
যেখানে নিজেকে নির্দিধায় সমর্পণ
করা যায়।
দিন যায় বছর যায় ।এতটুকু ভাটা
পড়েনি তাদের কবিতা নীড়ে। এর
গভীরতা যেন বেড়েই চলেছে।
সারাদিন খুনসুটি , অভিমান,
ভালোবাসার যত্নে অভিমান
ভাঙানো , ছোট ছোট স্বপ্ন বোনা ,
একে অন্যের প্রতি নির্ভরশীলতা
একজনকে ছাড়া অন্যজনকে অসম্পূর্ণ
করে তুলতো।নীড়ের প্রতিটি সদ
পদক্ষেপে অনুপ্রেরণা হয়ে উৎসাহিত
করতো কবিতা। ব্যর্থতার গ্লানীতে
কখনো ডুবে যেতে দেয়নি তাকে।
দশরথ হয়ে পরম ভালোবাসায়
অনুপ্রেরণায় আগলে রেখে নির্ভরতা
দিয়েছে পাশে থেকে। অগোছালো
নীড় প্রথম অনুভব করলো সশরীরে সাথে
থাকাকে পাশে থাকা বলে না। যোজন
দূর থেকেও খুব কাছে এবং পাশাপাশি
পথ চলা যায়। কেউ কাউকে না ছুঁয়েও
জীবন দিয়ে স্বত্তায় আষ্ঠেপৃষ্ঠে
জড়িয় থাকা যায়। প্রতিটি ভোর
তাদের মধুর সম্পর্কের সুচনার সাক্ষী ।
প্রতিটি রাত তাদের স্বপ্ন ছোঁয়া দিন
শেষে আগামী স্নিগ্ধ প্রভাত রচনার
প্রেরণার সঙ্গী।
,
অনেক প্রতিক্ষা আর চেষ্টায়
নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যম
পেল নীড় । সেই সাথে ব্যস্ততাও ঘিরে
ফেললো চারপাশটা। অগোছালো নীড়
নিয়মে কিছুটা বাধা পড়লো। সংগী
ছিলো কবিতা। পরিবারের প্রতি
দায়িত্বটাও যেন বেড়ে গেল।এভাবে
নিজের অজান্তেই কখন যেন
কবিতাকে অবহেলায় ভাসিয় দেয় সে
তা বুঝতেও পারে না।কিন্তু কবিতা
তা-ও মানিয়ে নিয়ে নীড়কে
ভালোবাসায় পরম মমতায় বেধে
রাখতে সচেষ্ট আগের থেকে অনেক
বেশি। তার শুধু একটাই ভাবনা নীড়
যেন নিজেকে কখনোই একা না ভাবে।
,
ধীরে ধীরে নীড়ের অনিচ্ছাকৃত
অবহেলা বাড়তেই থাকে। কবিতার
কথা ভাববার সময়টাও সংকীর্ণ হয়ে
যাচ্ছে। নীড়ের একাকীত্ব দূর করায়
সচেস্ট থাকা কবিতা দিনে দিনে
নিঃস্বঙ্গতার আড়ালে ঢেকে যেতে
চলেছে। বুঝাতে ব্যর্থ নীড়কে সে।
খুনসুটি অধিকার ছোট ছোট আবদার
গুলো কখন যেন অভিমানে জমাট
বাঁধতে শুরু করে কবিতা নিজেও বুঝতে
পারে না। নীড়ের অনুপস্থিতির সমূদ্রে
ক্রমশঃ ডুবে যাচ্ছে।
,
কবিতার অভিমান আর নীড়কে আঁকড়ে
রাখার বড্ড ছেলেমানুষিগুলো নীড়ের
বিরক্তিতে রুপ নেয়।দিন শেষে
ক্লান্ত পরিশ্রান্ত নীড়ের কবিতার
অভিমানগুলোকে অসহ্যকর লাগতে শুরু
করে। অভিমান ভাঙানোর
প্রয়োজনটাও আর আগের মত অনুভব
করে না যেন।
.
নিস্বঙ্গ কবিতা ফোনের এপাশে
নীড়ের অপেক্ষায় থেকে ব্যর্থ হয়।
রাতগুলো বড় বেশি ভারী হয়ে ওঠে।
আবার নিজেকে এই ভেবে স্বান্তনা
দেয়ার ব্যর্থ চেষ্টা করে যে,
'এমনটাতো হওয়ারই ছিলো। কেউই
কারো সার্বিকভাবে হতে পারবে না।
প্রতিবন্ধকতা নীড়ের থেকে কবিতারই
যে বেশি। কবিতার ইচ্ছে করলেই
শৃংখলমুক্ত হতে পারে না। '
এভাবনাগুলো কবিতাকে কুড়ে কুড়ে
খায়। যার সাক্ষী রাতগুলো আর
ক্লান্ত ভোরগুলো। ।
,
অভিমান কেউ ভাঙাবেনা জেনেও
অভিমান করে কষ্টে থাকা কবিতা
সারাদিন শেষে অনেকটা নিরুপায়
হয়েই ফোন দেয় নীড়কে।
-হুম বলো।
-এমন করো কেন আমার সাথে ? আমার
ভালো লাগে না তোমাকে ছাড়া।
- ব্যস্ত ছিলাম।
-তাই বলে সারা দিনে একবারো---
-তো কি সারাদিন ফোনে কথাই
বলবো। ঘন্টার পর ঘন্টা কথা বলতে
হবে??
-চুপ হয়ে যায় কবিতা । নীরবতা আষ্ঠে
পৃষ্ঠে বেধে নেয় যেন।
-তুমি এমন কেন করো ?(কান্না
লুকোতে না পেরে বললো কবিতা)
- আমি এমনই । এমনই আমি। জন্ম থেকেই
এমন। বুঝেছো? নীড় ফোন কেটে দেয়।
কবিতার অভিমান বিষের মত
লাগছিলো নীড়ের। কদিন থেকে খুব
টেনশন আর কাজের চাপও ছিলো যা
নীড়ের মানষিক অবস্থাকে বিষিয়ে
রেখেছে। নানান কারনে সুযোগ হয়নি
কবিতাকে জানানো।
এদিকে নীড়ের রুঢ় আচরণ কবিতার
মনটাকে ভেঙে গুড়িয়ে দেয় ।কান্না
যেন আর বাধ মানছে না কিছুতেই।
কষ্টের অতল সমূদ্র তাকে অনেক
গভীরে টেনে নিচ্ছে। সেখান থেকে
কেউ তাকে টেনে তুলবে না। বুকে
নেবে না। সময় বড় বেশি নির্মম।
দিন শেষে রাত আসে কিন্তু কবিতা
নীড়ে চাঁদ ওঠেনা।রাত শেষে আবারো
দিন আসে কিন্তু কবিতা নীড়ে সূর্য
ওঠেনা।
,
আমরা কিছু মানুষের কাছে সময়
কাটানোর তুচ্ছ উপলক্ষ মাত্র!
মাঝেমাঝে নিজেকে খড়কুটো মনে
হয়।
অথচ আমাদের পুরোটা সময় তাদের
নামে!
কবিতা বুঝলো এবার তার ফেরার
পালা। সে তার তিল তিল করে গড়ে
তোলা ভালোবাসাকে আর অপমানিত
হতে দেবে না।
কিছু সম্পর্ক বাঁচিয়ে রাখতেই অসময়ে
ইতি টানতে হয়। ন্যূনতম শ্রদ্ধাবোধ
এবং ভালোবাসাটুকু শেষ হওয়ার
আগেই সম্পর্ক শেষ করতে হয়।
,
পরদিন কবিতার একটি লেখা পায়
নীড়। ফোনটা বন্ধ রাখার কারনে
পরদিনই লেখাটা পেতে হলো নীড়কে।
"" 'তুমি কিভাবে সবসময় আমার হৃদয়
জিতে নিতে তোমার একটু ভালবাসার
ছোঁয়া দিয়ে?? কিভাবে??
কিন্তু তুমি আর আমার নেই।
শুনেছিলাম, কখনও, কোনদিন, যদি খুব
কষ্টকর কিছু হয় তাহলে সেটা ভুলে
থাকার একমাত্র উপায় মনে করা সেটা
কখনও হয়নি। ঠিক ই শুনেছিলাম মনে
হয়। কারন আমি চাইনা কিছু আমার
মনে থাকুক। একটা জিনিশ যেটা
আমার মনে আছে এখনও --- তুমি
বলেছিলে ,,,,' তুমি আছো বলে শত
প্রবলেমের মাঝেও টেনশন ফ্রী
থাকতে পারি, নিশ্চিন্ত মনে ঘুমাতে
পারি'।কত রাত জেগে অপেক্ষা করেছ
আমার সাথে একটু কথা বলার জন্য,
একা বাসায় ঘুমাতে ভয় পাবো ভেবে
নিজে ঘুমাওনি একটুও। আজ আমি তুমি
ছাড়া খুব একা। কত নির্ঘুম রাত কাটাই
তোমার তা ভাবারও সময় নেই ।
আমি দুঃখিত। কখনও কখনও আমি
তোমাকে সত্যি অনেক কষ্ট
দিয়েছিলাম। অনক সময় কিছু অন্যায়
আবদারও করেছিলাম। কিন্তু কখনই
সেটা আমার উদ্দেশ্য ছিলনা। আমার
জীবনের সবচেয়ে সুন্দর অংশ ছিলে
তুমি। তোমার সাথে কাটানো
প্রতিদিন আমার কাছে ছিল নতুন এর
মত। It was like everyday is a new
beginning when I am with you. তুমি
আমাকে ভালবাসতে শিখিয়েছিলে।
আমার কানে এখনও সেই কথা ভাসে ‘
তুমি আছো বলেই অনেক কষ্টেও
হাসতে পারি ।' তোমার খুব সুন্দর
একটা মন আছে যা তোমাকে নিয়ে
যাবে অনেক উপরে, হিমালায় কে
ছারিয়ে।কখনও ভয় পেওনা স্বপ্ন
দেখতে এবং বাঁচতে।।
তুমি কিভাবে জেনেছিলে?? কিভাবে
বুঝেছিলে আমার মনের সুপ্ত
আমিকে??
তোমাকে আমি কখনও ভুলবো না।
কখনও সম্ভব ও না। তোমাকে
ভালবেসেছিলাম, ভালোবাসি,
ভালবাসবো। সুনিদ্রায় শায়িত থাকো
তুমি। সৃষ্টিকর্তার সৃষ্টির শ্রেষ্ঠ
উপহার তুমি-আমার জন্য।
। __
এরপর নীড় আর কবিতাকে কোথাও
পেল না। নীড় এটুকু জানে এবং
বিশ্বাস করে নীড়কে ছেড়ে কবিতা
ভালো নেই । কখনো ভালো থাকতে
পারে না। কবিতার ভালো থাকার
নিশ্চয়তা যে একমাত্র নীড়ের কাছেই
বন্ধক রাখা। কিন্তু কোথায় পাবে
কবিতাকে । সেতো তাকে পাবার সব
পথ বন্ধ করে দিয়েছে। নীড় যে তার
কাছে ওয়াদা বদ্ধ তাই কাউকে
নিজের জীবনের সাথে জড়াতে
পারেনা আজও। রোজ দিনের শুরুতে
খাবার আগে আর দিন শেষে
কবিতাকে ফোন দেয় নীড় । যদি ভুল
করেও কখনো কবিতাকে পেয়ে যায়।
অনেক কিছু বলা হয়নি মেয়েটাকে।
এতদিনের সব হিসাব তাকে দিতেই
হবে যে। কবিতাকে হারিয়ে বুঝেছে
সে তার জীবনে কবিতার উপস্থিতি
কতটা জুড়ে। নীরের অধৈর্য অবহেলা
আর কবিতার অভিমান দুজনকে
আলাদা করে দিলেও মনটা সেই একই
জায়গায় পড়ে রইলো দুজনেরই।
_লেখা_গোধূলী স্বপ
-----------
*
আজ সারাটা দিন কেন যেন
কবিতাকে মনে পড়ছে খুব। মনটাকে
কিছুতেই কোনদিকে ঘুরানো
যাচ্ছেনা। এই মনযোগটা পেতেই
মেয়েটা কি না করেছে!
পাগলী ছিলো বটে। কিন্তু সে
পাগলামী অনেক উপভোগ করতো নীড়।
খামখেয়ালীর বসে অনেক অবহেলা
আর কষ্টও কম দেয়নি মেয়েটাকে।
অথচ আজ কেন জানি অনেকদিন পর
কবিতার পাগলামী নীড়ের একটু
মনোযোগ পাবার আপ্রাণ চেষ্টা, এমন
কি অদৃশ্য ছায়া হয়ে নীড়ের সঙ্গী
হবার চেষ্টায় অবিচল থাকা
কবিতাকে ভীষণ ভীষণ মনে পড়ছে
নীড়ের।।
,
সময়ের আবর্তে ব্যস্ততায় ভবিষ্যত
গড়ার মাঝখানে অনেকটা সময় পার
হলেও মনে হচ্ছে এইতো সেদিনের কথা
, চোখের সামনেই ভাসছে সব।
খুব আনন্দেই দিন কাটছিল দুজনের।
একে অন্যের কেয়ার সারাদিনের সব
কিছু শেয়ার না করলে যেন জীবনের
একটা দিন অপূর্ণ থেকে যেত দুজনেরই।
ভুল করে ভুল সময়ে অনেকটা
অপ্রত্যাশিত ভাবেই পরিচয় হয় কবিতা
নীড়ের। প্রথম দিকে কবিতা নীড়কে
তেমন পাত্তা না দিলেও নীড়ের
বেকার জীবনের অফুরন্ত সময় কাটাতে
কবিতাকে আঁকড়ে ধরার চেষ্টায় হার
মানতে বাধ্য হলো । নীড় খুব সাধারন
ঘরের সাধারন একটা ছেলে। তবে
মানুষকে আকৃষ্ট করার অসাধারন একটা
গুন আছে তার মাঝে। নতুন নতুন বন্ধুত্ব ,
তাদের জানার আগ্রহ , এবং মায়ায়
বাঁধতে তেমন বেগ পেতে হতো না তার।
তবে কবিতাকে ঘিরে তার অন্যরকম
ভালো লাগা তৈরি হয়েছে।কবিতার
সারল্য তাকে মুগ্ধ করে। কবিতার
প্রতি নীড়ের মনোযোগটা কবিতাও
অনুভব করতে শুরু করে। ভালো লাগাটা
তখন থেকেই শুরু।
,
নীড়ের ভাঢলোলাগা মন্দ লাগা, ছোট
বড় দুঃখগুলো, নীড়ের প্রতিবন্ধকতাগুল
ো, লক্ষ্য , স্বপ্ন কিছুই আর অজানা
রইলো না কবিতার। খুব মনোযোগ দিয়ে
তার কথাগুলো শুনতো আর নীড়ের স্বপ্ন
গুলো যেন সত্যি হয় তার জন্য
সৃষ্টিকর্তার কাছে নীড়ের হয়ে
প্রার্থনা করতো। নীড়ও যেন তার
নির্ভরযোগ্য একটা ছোট্ট নীড় পেল।
দুজনেই সবার অন্তরালে নিজেদের
অজান্তেই কখন যেন ছোট্ট সুখের
কবিতা নীড় রচনা করে ফেললো।
যেখানে নিজেকে নির্দিধায় সমর্পণ
করা যায়।
দিন যায় বছর যায় ।এতটুকু ভাটা
পড়েনি তাদের কবিতা নীড়ে। এর
গভীরতা যেন বেড়েই চলেছে।
সারাদিন খুনসুটি , অভিমান,
ভালোবাসার যত্নে অভিমান
ভাঙানো , ছোট ছোট স্বপ্ন বোনা ,
একে অন্যের প্রতি নির্ভরশীলতা
একজনকে ছাড়া অন্যজনকে অসম্পূর্ণ
করে তুলতো।নীড়ের প্রতিটি সদ
পদক্ষেপে অনুপ্রেরণা হয়ে উৎসাহিত
করতো কবিতা। ব্যর্থতার গ্লানীতে
কখনো ডুবে যেতে দেয়নি তাকে।
দশরথ হয়ে পরম ভালোবাসায়
অনুপ্রেরণায় আগলে রেখে নির্ভরতা
দিয়েছে পাশে থেকে। অগোছালো
নীড় প্রথম অনুভব করলো সশরীরে সাথে
থাকাকে পাশে থাকা বলে না। যোজন
দূর থেকেও খুব কাছে এবং পাশাপাশি
পথ চলা যায়। কেউ কাউকে না ছুঁয়েও
জীবন দিয়ে স্বত্তায় আষ্ঠেপৃষ্ঠে
জড়িয় থাকা যায়। প্রতিটি ভোর
তাদের মধুর সম্পর্কের সুচনার সাক্ষী ।
প্রতিটি রাত তাদের স্বপ্ন ছোঁয়া দিন
শেষে আগামী স্নিগ্ধ প্রভাত রচনার
প্রেরণার সঙ্গী।
,
অনেক প্রতিক্ষা আর চেষ্টায়
নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যম
পেল নীড় । সেই সাথে ব্যস্ততাও ঘিরে
ফেললো চারপাশটা। অগোছালো নীড়
নিয়মে কিছুটা বাধা পড়লো। সংগী
ছিলো কবিতা। পরিবারের প্রতি
দায়িত্বটাও যেন বেড়ে গেল।এভাবে
নিজের অজান্তেই কখন যেন
কবিতাকে অবহেলায় ভাসিয় দেয় সে
তা বুঝতেও পারে না।কিন্তু কবিতা
তা-ও মানিয়ে নিয়ে নীড়কে
ভালোবাসায় পরম মমতায় বেধে
রাখতে সচেষ্ট আগের থেকে অনেক
বেশি। তার শুধু একটাই ভাবনা নীড়
যেন নিজেকে কখনোই একা না ভাবে।
,
ধীরে ধীরে নীড়ের অনিচ্ছাকৃত
অবহেলা বাড়তেই থাকে। কবিতার
কথা ভাববার সময়টাও সংকীর্ণ হয়ে
যাচ্ছে। নীড়ের একাকীত্ব দূর করায়
সচেস্ট থাকা কবিতা দিনে দিনে
নিঃস্বঙ্গতার আড়ালে ঢেকে যেতে
চলেছে। বুঝাতে ব্যর্থ নীড়কে সে।
খুনসুটি অধিকার ছোট ছোট আবদার
গুলো কখন যেন অভিমানে জমাট
বাঁধতে শুরু করে কবিতা নিজেও বুঝতে
পারে না। নীড়ের অনুপস্থিতির সমূদ্রে
ক্রমশঃ ডুবে যাচ্ছে।
,
কবিতার অভিমান আর নীড়কে আঁকড়ে
রাখার বড্ড ছেলেমানুষিগুলো নীড়ের
বিরক্তিতে রুপ নেয়।দিন শেষে
ক্লান্ত পরিশ্রান্ত নীড়ের কবিতার
অভিমানগুলোকে অসহ্যকর লাগতে শুরু
করে। অভিমান ভাঙানোর
প্রয়োজনটাও আর আগের মত অনুভব
করে না যেন।
.
নিস্বঙ্গ কবিতা ফোনের এপাশে
নীড়ের অপেক্ষায় থেকে ব্যর্থ হয়।
রাতগুলো বড় বেশি ভারী হয়ে ওঠে।
আবার নিজেকে এই ভেবে স্বান্তনা
দেয়ার ব্যর্থ চেষ্টা করে যে,
'এমনটাতো হওয়ারই ছিলো। কেউই
কারো সার্বিকভাবে হতে পারবে না।
প্রতিবন্ধকতা নীড়ের থেকে কবিতারই
যে বেশি। কবিতার ইচ্ছে করলেই
শৃংখলমুক্ত হতে পারে না। '
এভাবনাগুলো কবিতাকে কুড়ে কুড়ে
খায়। যার সাক্ষী রাতগুলো আর
ক্লান্ত ভোরগুলো। ।
,
অভিমান কেউ ভাঙাবেনা জেনেও
অভিমান করে কষ্টে থাকা কবিতা
সারাদিন শেষে অনেকটা নিরুপায়
হয়েই ফোন দেয় নীড়কে।
-হুম বলো।
-এমন করো কেন আমার সাথে ? আমার
ভালো লাগে না তোমাকে ছাড়া।
- ব্যস্ত ছিলাম।
-তাই বলে সারা দিনে একবারো---
-তো কি সারাদিন ফোনে কথাই
বলবো। ঘন্টার পর ঘন্টা কথা বলতে
হবে??
-চুপ হয়ে যায় কবিতা । নীরবতা আষ্ঠে
পৃষ্ঠে বেধে নেয় যেন।
-তুমি এমন কেন করো ?(কান্না
লুকোতে না পেরে বললো কবিতা)
- আমি এমনই । এমনই আমি। জন্ম থেকেই
এমন। বুঝেছো? নীড় ফোন কেটে দেয়।
কবিতার অভিমান বিষের মত
লাগছিলো নীড়ের। কদিন থেকে খুব
টেনশন আর কাজের চাপও ছিলো যা
নীড়ের মানষিক অবস্থাকে বিষিয়ে
রেখেছে। নানান কারনে সুযোগ হয়নি
কবিতাকে জানানো।
এদিকে নীড়ের রুঢ় আচরণ কবিতার
মনটাকে ভেঙে গুড়িয়ে দেয় ।কান্না
যেন আর বাধ মানছে না কিছুতেই।
কষ্টের অতল সমূদ্র তাকে অনেক
গভীরে টেনে নিচ্ছে। সেখান থেকে
কেউ তাকে টেনে তুলবে না। বুকে
নেবে না। সময় বড় বেশি নির্মম।
দিন শেষে রাত আসে কিন্তু কবিতা
নীড়ে চাঁদ ওঠেনা।রাত শেষে আবারো
দিন আসে কিন্তু কবিতা নীড়ে সূর্য
ওঠেনা।
,
আমরা কিছু মানুষের কাছে সময়
কাটানোর তুচ্ছ উপলক্ষ মাত্র!
মাঝেমাঝে নিজেকে খড়কুটো মনে
হয়।
অথচ আমাদের পুরোটা সময় তাদের
নামে!
কবিতা বুঝলো এবার তার ফেরার
পালা। সে তার তিল তিল করে গড়ে
তোলা ভালোবাসাকে আর অপমানিত
হতে দেবে না।
কিছু সম্পর্ক বাঁচিয়ে রাখতেই অসময়ে
ইতি টানতে হয়। ন্যূনতম শ্রদ্ধাবোধ
এবং ভালোবাসাটুকু শেষ হওয়ার
আগেই সম্পর্ক শেষ করতে হয়।
,
পরদিন কবিতার একটি লেখা পায়
নীড়। ফোনটা বন্ধ রাখার কারনে
পরদিনই লেখাটা পেতে হলো নীড়কে।
"" 'তুমি কিভাবে সবসময় আমার হৃদয়
জিতে নিতে তোমার একটু ভালবাসার
ছোঁয়া দিয়ে?? কিভাবে??
কিন্তু তুমি আর আমার নেই।
শুনেছিলাম, কখনও, কোনদিন, যদি খুব
কষ্টকর কিছু হয় তাহলে সেটা ভুলে
থাকার একমাত্র উপায় মনে করা সেটা
কখনও হয়নি। ঠিক ই শুনেছিলাম মনে
হয়। কারন আমি চাইনা কিছু আমার
মনে থাকুক। একটা জিনিশ যেটা
আমার মনে আছে এখনও --- তুমি
বলেছিলে ,,,,' তুমি আছো বলে শত
প্রবলেমের মাঝেও টেনশন ফ্রী
থাকতে পারি, নিশ্চিন্ত মনে ঘুমাতে
পারি'।কত রাত জেগে অপেক্ষা করেছ
আমার সাথে একটু কথা বলার জন্য,
একা বাসায় ঘুমাতে ভয় পাবো ভেবে
নিজে ঘুমাওনি একটুও। আজ আমি তুমি
ছাড়া খুব একা। কত নির্ঘুম রাত কাটাই
তোমার তা ভাবারও সময় নেই ।
আমি দুঃখিত। কখনও কখনও আমি
তোমাকে সত্যি অনেক কষ্ট
দিয়েছিলাম। অনক সময় কিছু অন্যায়
আবদারও করেছিলাম। কিন্তু কখনই
সেটা আমার উদ্দেশ্য ছিলনা। আমার
জীবনের সবচেয়ে সুন্দর অংশ ছিলে
তুমি। তোমার সাথে কাটানো
প্রতিদিন আমার কাছে ছিল নতুন এর
মত। It was like everyday is a new
beginning when I am with you. তুমি
আমাকে ভালবাসতে শিখিয়েছিলে।
আমার কানে এখনও সেই কথা ভাসে ‘
তুমি আছো বলেই অনেক কষ্টেও
হাসতে পারি ।' তোমার খুব সুন্দর
একটা মন আছে যা তোমাকে নিয়ে
যাবে অনেক উপরে, হিমালায় কে
ছারিয়ে।কখনও ভয় পেওনা স্বপ্ন
দেখতে এবং বাঁচতে।।
তুমি কিভাবে জেনেছিলে?? কিভাবে
বুঝেছিলে আমার মনের সুপ্ত
আমিকে??
তোমাকে আমি কখনও ভুলবো না।
কখনও সম্ভব ও না। তোমাকে
ভালবেসেছিলাম, ভালোবাসি,
ভালবাসবো। সুনিদ্রায় শায়িত থাকো
তুমি। সৃষ্টিকর্তার সৃষ্টির শ্রেষ্ঠ
উপহার তুমি-আমার জন্য।
। __
এরপর নীড় আর কবিতাকে কোথাও
পেল না। নীড় এটুকু জানে এবং
বিশ্বাস করে নীড়কে ছেড়ে কবিতা
ভালো নেই । কখনো ভালো থাকতে
পারে না। কবিতার ভালো থাকার
নিশ্চয়তা যে একমাত্র নীড়ের কাছেই
বন্ধক রাখা। কিন্তু কোথায় পাবে
কবিতাকে । সেতো তাকে পাবার সব
পথ বন্ধ করে দিয়েছে। নীড় যে তার
কাছে ওয়াদা বদ্ধ তাই কাউকে
নিজের জীবনের সাথে জড়াতে
পারেনা আজও। রোজ দিনের শুরুতে
খাবার আগে আর দিন শেষে
কবিতাকে ফোন দেয় নীড় । যদি ভুল
করেও কখনো কবিতাকে পেয়ে যায়।
অনেক কিছু বলা হয়নি মেয়েটাকে।
এতদিনের সব হিসাব তাকে দিতেই
হবে যে। কবিতাকে হারিয়ে বুঝেছে
সে তার জীবনে কবিতার উপস্থিতি
কতটা জুড়ে। নীরের অধৈর্য অবহেলা
আর কবিতার অভিমান দুজনকে
আলাদা করে দিলেও মনটা সেই একই
জায়গায় পড়ে রইলো দুজনেরই।
_লেখা_গোধূলী স্বপ
adu jago ayam laga bangkok
ReplyDelete