Tuesday, December 06, 2016

বদলে যাওয়া !

প্রতিদিন আমরা দেখি, মানুষের বদলে
যাওয়া ! দেখি কি বিচিত্র কারনেই
না সম্পর্ক বদলে যায়।প্রয়োজনে
অপ্রয়োজনে বদলায়। সকালে বদলায়,
বিকেলে বদলায়। আলোতে বদলায়,
আঁধারে বদলায়। বদলে যেতে কোন
কারন লাগেনা।বদলে যাওয়া মানুষের
সহজাত প্রবৃত্তি। প্রকৃতির গতানুগতিক
প্রক্রিয়ায় এমনিতেই বদলে যায়।
যারা দুঃখবিলাসী তারা মানুষের এই
বদলে যাওয়াকে মেনে নিতে পারে
না। আর তাই মন:কষ্ট কাছের মানুষটি
কেন এমন হঠাৎ বদলে গেলো, তা নিয়ে
শোকগাঁথা রচনা করেন।
মানুষ কি আসলেই হঠাৎ করেই বদলে
যায়? নাহ! হঠাৎ করে কিছু বদলায় না।
মানুষের এই বদলে যাওয়ার প্রক্রিয়া
অনেকদিন ধরেই চলতে থাকে। এত
ধীরে ধীরে চলতে থাকে যে, আমরা
বুঝতে পারিনা।
~
কখন, কিভাবে, মানুষ গুলো বদলাতে শুরু
করে , তা হয়তো সে নিজেই জানেনা।
পরিবর্তন আসে, কখনো সময়ের সাথে
নিজেকে খাপ খাওয়াতে । কখনো
পরিবেশ বাঁচাতে । কখনো বা
চাহিদার কারনে।
কারন যাই হোক, বদলে যাওয়া …
একজনের জন্য মঙ্গলকর হলেও, অন্যের
জন্য তা হয় ভীষন পীড়াদায়ক।
এক সময় যে মানুষটা দিন রাত গায়ে
গায়ে লেগে না থাকলে ভাল
লাগতোনা, এক মুহুর্ত কথা না শুনলে
মনে হতো শত বছর পিছিয়ে যাচ্ছে,
যার প্রতিটা চলন-বলন, সাবলীল
দৈনন্দিন জীবন-যাপন এক সময় প্রানে
দোলা দিয়ে যেত, হঠাৎ করেই যেন সে
মানুষটা খুব বিরক্তিকর হয়ে উঠে। কেন
যানি তার প্রতিটি নিঃশ্বাস দেহের
অনুতে অনুতে জ্বালা ধরিয়ে যায়! মনে
হয়, সহ্য হচ্ছে না আর! কিছুতেই যেন
নিজের সাথে মিলছেনা। কোথায় যেন
একটু ফাঁক থেকে যাচ্ছে। আর সেই
ফাঁকে সময়ে অসময়ে হু হু করে ঢুকে
যাচ্ছে বিষাক্ত বাতাস।
~
আমিও কখনো কখনো বদলে যাই। ভীষন
আঁধারের কোল ঘেঁসে উদীয়মান ওই
রাতের চাঁদ টুকু দেখে অকারনেই মনের
ভীতরটা বদলে যায়। বুকটা হু হু করে
উঠে। চোখ ফেটে যায় গভীর
অভিমানে।
জীবন এমনই । বড় রহস্যময়। সব রহস্যের
সমাধান পৃথিবী আজো করতে
পারেনি। পারবেও না হয়তো।।

No comments:

Post a Comment