বৈরী বন্ধন
=============
কালের প্রহরীর এভারেস্টের মত
দাঁড়াতে পারি উন্নত দৃঢ় পায়ে মাথা
উঁচু করি
হতে পারি ভারি জীবনের
অধিকারীনী।
ভেঙ্গে যেতে পারি তবু মচকাতে
পারিনাতো আর
কাপুরুষে মরে বারে বার,
এ জন্মের আছে ঋণ,আছে গুরুভার,
মৃত্যু দুয়ার থেকে ফিরে এসেছি
কতবার
অনধিকার সে মৃত্যু কভু হতে পারেনি
আমার।
হাঁটি হাঁটি পায়ে আর চলা নয়
নয় কয়েদীর শম্বুক গতি,
চিত্ত বলে বৈরী বন্ধন ছিন্ন করি
এসো ছিঁড়ে ফেলি পতিত ইতিহাসের
ধূসর পান্ডুলিপি।।।।
*
গোধূলী স্বপ
=============
কালের প্রহরীর এভারেস্টের মত
দাঁড়াতে পারি উন্নত দৃঢ় পায়ে মাথা
উঁচু করি
হতে পারি ভারি জীবনের
অধিকারীনী।
ভেঙ্গে যেতে পারি তবু মচকাতে
পারিনাতো আর
কাপুরুষে মরে বারে বার,
এ জন্মের আছে ঋণ,আছে গুরুভার,
মৃত্যু দুয়ার থেকে ফিরে এসেছি
কতবার
অনধিকার সে মৃত্যু কভু হতে পারেনি
আমার।
হাঁটি হাঁটি পায়ে আর চলা নয়
নয় কয়েদীর শম্বুক গতি,
চিত্ত বলে বৈরী বন্ধন ছিন্ন করি
এসো ছিঁড়ে ফেলি পতিত ইতিহাসের
ধূসর পান্ডুলিপি।।।।
*
গোধূলী স্বপ
No comments:
Post a Comment