Wednesday, May 16, 2018

Body Hiter II দিনলিপিঃ “হুন্না লিবাস বডি হিটার!”

দিনলিপিঃ
“হুন্না লিবাস বডি হিটার!”
-
বডি হিটার।
মানে যা শরীরকে গরম করে।
উত্তাপ দেয়। উষ্ণ করে।
স্ত্রীর ভূমিকা কী, বডি হিটিং, স্বামীর শরীর গরম করা?
সোজাসাপটা উত্তর দিতে গেলে, অবলীলায় বলতে হবে:
= জ্বি, স্ত্রীর অন্যতম একটা কাজ হলো, স্বামীকে গরম করা।
তবে উল্টোটাও সত্যি। স্বামীর একটা ভূমিকাও তাই।
স্ত্রীর বডি ‘হট’ করা।
দু’জনের মধ্যেই আল্লাহ হিটিং সিস্টেম ফিট করে দিয়েছেন।
উঁহু! এটা আমার কথা নয়।
-কার কথা?
-স্বয়ং আম্মাজান আয়েশা (রাঃ) এর কথা। তাও যার তার সম্পর্কে নয়, খোদ নবীজি (সাঃ) সম্পর্কে।
আপনি কোথাকার এত ‘রুচিবাগীশ’ চলে এসেছেন!
ওরে আমার লাজুক শর্মিলী রে!
সুন্নাতের আলোচনায় শরম?
সুন্নাত পালনে শরম?
.
একটা গল্প শোনা যাক!
গল্পটা সবার জানা।
তারপরও আরেকবার হলে ক্ষতি নেই!
= হুযুর ওয়াজ করতে গিয়েছেন। গ্রামে। ধানী ফসল উঠেছে।

Memories II স্মৃতি by sshila

আমি ডানা ঝাপটানো একটি নিঃসঙ্গ
বিহঙ্গ যেন,
টর্নেডো ভেঙেছে কপাট,
ভূমিকম্প গুড়িয়ে ঘর,
সুনামীর তীব্র স্রোতে উঠেছে ভয়াল
ঝড়।
মনের গভীরে চোখের জল ঝড়ে ঝড়ে
হয়ে গেল যেই নদী,
ধীরে ধীরে বাড়ছে সে নদীর জল, এই
প্লাবন এলো বলে,,,
কোন মায়াবী খাঁচায় তো তোমাকে
পুরে রাখিনি,
তুমি মুক্ত বিহঙ্গ, উড়ে যাও যেখানে
চাও।
আমি বড়জোড় লিখতে পারি একঝাক
চিঠি।
প্রেমের অনন্তলোক ছুঁয়ে,
আমার চিঠিগুলো কাগজের পতঙ্গ হয়ে,
একের পর এক ঢুকে পড়বে তোমার
জানালা গলে
দুর্নিবার পূর্ণিমার আকাশ ছেঁয়ে
দেবে তমশায়,
নিশি জাগা তুমি আর তোমার নতুন
তুমি
নিশ্চিত বঞ্চিত হবে জোছনার মাধুরী
থেকে।
আমার আকাশেও এখন আর চাঁদ ওঠেনা,
এই ভয়ার্ত আঁধারে কার কাছে যাব
আমি, তোমাকে ছাড়া?
সেই তুমিই রয়েছ ফিরে, হয়েছ বৈরী,
অসহায় আমি আজ আকাশের মত একলা।
তোমার কাছে ফিরে যাবার আর কোন
পথ নেই তো খোলা।
এখন হাতড়ে বেড়াই,
কেবলই স্মৃতি, কেবলই স্মৃতি, কেবলই
স্মৃতি,
বারবার মনে পড়ে একটি মায়া মুখ!