ইচ্ছে করলেই এখন আর পঁচিশ
পয়সা দিয়ে লজেন্স
কিনতে পারি না,
পারি না এক টাকা দিয়ে বারোটা
হজমি কিনতে..
খুব ইচ্ছে করে ইকোনো কলম
দিয়ে লিখে কলমটা সাদা শার্টের
পকেটেরাখি কলমটা পকেটে কালি
ছেড়ে দিক নাহ!
তা আর হয়ে উঠে না..
ইচ্ছে করে খাতার উপর
রুলার ধরে লিখি,
যাতে লাইনগুলো বাঁকা না হয় ,
খুব ইচ্ছে করে জাম্বুরা দিয়ে ফুটবল খেলি,
ক্লাসরুমে বসার জায়গা নিয়ে ঝগড়া করি ৷
ইচ্ছে জাগে মাথায় যথেষ্ঠ তেল
দিয়ে বাম পাশে চুলে সিথি তুলে দিক মা..
ইচ্ছে করে শিক্ষকের ধমক খাই,
আট আনা দামী রঙ্গিন আইসক্রিম খাই,
জাম খেয়ে শার্টে দাগ লাগাই,
ইচ্ছে করে মাত্র দুই টাকা পেয়ে
খুশিতে নাচতে থাকি,
নতুন জামা পেয়ে বন্ধুদের
সবাইকে ডেকে ডেকে দেখাই..
ইচ্ছে করে স্কুলের হোমওয়ার্ক
নিয়ে টেনশন করি,
স্কুল বন্ধ ঘোষণা হওয়ার পর
খুশিতে চিৎকার দিয়ে উঠি,
সহপাঠিদের সাথে অকারণেই
মারামারি করি ৷
দুপুরের প্রচন্ড রৌদে দৌড়াদৌড়ি করি!
কিন্তু…
ইচ্ছেগুলো কখনোই পূরণ হবার নয়..
এই স্বপ্নগুলো যে হারিয়ে
গেছে অনেক আগেই !
অনেক মিস করি আমার ছোটবেলা কে...!!
পয়সা দিয়ে লজেন্স
কিনতে পারি না,
পারি না এক টাকা দিয়ে বারোটা
হজমি কিনতে..
খুব ইচ্ছে করে ইকোনো কলম
দিয়ে লিখে কলমটা সাদা শার্টের
পকেটেরাখি কলমটা পকেটে কালি
ছেড়ে দিক নাহ!
তা আর হয়ে উঠে না..
ইচ্ছে করে খাতার উপর
রুলার ধরে লিখি,
যাতে লাইনগুলো বাঁকা না হয় ,
খুব ইচ্ছে করে জাম্বুরা দিয়ে ফুটবল খেলি,
ক্লাসরুমে বসার জায়গা নিয়ে ঝগড়া করি ৷
ইচ্ছে জাগে মাথায় যথেষ্ঠ তেল
দিয়ে বাম পাশে চুলে সিথি তুলে দিক মা..
ইচ্ছে করে শিক্ষকের ধমক খাই,
আট আনা দামী রঙ্গিন আইসক্রিম খাই,
জাম খেয়ে শার্টে দাগ লাগাই,
ইচ্ছে করে মাত্র দুই টাকা পেয়ে
খুশিতে নাচতে থাকি,
নতুন জামা পেয়ে বন্ধুদের
সবাইকে ডেকে ডেকে দেখাই..
ইচ্ছে করে স্কুলের হোমওয়ার্ক
নিয়ে টেনশন করি,
স্কুল বন্ধ ঘোষণা হওয়ার পর
খুশিতে চিৎকার দিয়ে উঠি,
সহপাঠিদের সাথে অকারণেই
মারামারি করি ৷
দুপুরের প্রচন্ড রৌদে দৌড়াদৌড়ি করি!
কিন্তু…
ইচ্ছেগুলো কখনোই পূরণ হবার নয়..
এই স্বপ্নগুলো যে হারিয়ে
গেছে অনেক আগেই !
অনেক মিস করি আমার ছোটবেলা কে...!!