Tuesday, July 28, 2020

সফ্ট হাফসিল্ক শাড়ীতে কুচি

Priyoti - প্রিয়তী র  ❤ রঙ্গনা। 
😍রিস্টক করা হয়েছে।
যারা ২য় বারেও নিতে পারেননি, তারা এবারে জলদি অর্ডার করে ফেলুন।

বিবরণঃ
সফ্ট হাফসিল্ক শাড়ীতে কুচি এবং পাড় এ  হ্যান্ড ব্লক করা হয়েছে   আার বুকে এবং  আঁচল জুড়ে  হ্যান্ড পেইন্ট করা হয়েছে শিউলি ফুল। 
সামনা সামনি শাড়ীটি আরো মায়া কাড়ে। ❤
বিনিময় ১৪০০ টাকা।
আার বরাবরের মত ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছেই। 😍

Monday, July 27, 2020

Priyoti - প্রিয়তী র ❤ রঙ্গনা হ্যান্ড পেইন্ট শাড়ী

Priyoti - প্রিয়তী র ❤ রঙ্গনা। 
😍রিস্টক করা হয়েছে।
যারা ২য় বারেও নিতে পারেননি, তারা এবারে জলদি অর্ডার করে ফেলুন।

বিবরণঃ
সফ্ট হাফসিল্ক শাড়ীতে কুচি এবং পাড় এ হ্যান্ড ব্লক করা হয়েছে আার বুকে এবং আঁচল জুড়ে হ্যান্ড পেইন্ট করা হয়েছে শিউলি ফুল। 
সামনা সামনি শাড়ীটি আরো মায়া কাড়ে। ❤
বিনিময় ১৪০০ টাকা।
আার বরাবরের মত ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছেই। 😍

Friday, March 13, 2020

সততার বীজ!

সততার বীজ
ষাটোর্ধ একজন CEO অবসর নেয়ার আগে তার স্বনামধন্য কোম্পানীর উত্তোরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য CEO নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলেমেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন।
how to get success in life

তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন “আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী CEO নিয়োগ করবো।” শুনে তো সবাই হতবাক! তবে আবার খুশীও হল। CEO হওয়ার স্বপ্নে তাদের মন উৎফল্লিত হলো। তিনি বলে চললেন “আমি আপনাদের প্রত্যেককে একটি করে ‘বীজ’ দেব।
এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দিবেন, যত্ন করবেন আর ঠিক এক বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করবো কে হবে পরবর্তী CEO ।”
সেইখানে অলিভার নামে একজন ছিল যে আর সবার মতই বীজ নিয়ে বাসায় ফিরলো।
তার স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করলো এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করলো। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগল। নিয়মিত পানি দিল। সপ্তাহ তিনেক পর তার সহকর্মীরা এক অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে বলাবলি করতে লাগল।
কিন্তু হায় অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না। এভাবে তিন সপ্তাহ, চার সপ্তাহ করে পাঁচ সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। নিজের মনেই বলল “আমি বোধ হয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি।” সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোন কথাও বললো না।
অবশেষে একটি বছর পার হলো। কোম্পানীর সব এক্সিকিউটিগণ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের CEO এর নিকট নিয়ে এলো।
এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয়। কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বললো যা সত্য তাই তোমার CEO কে বলবে। সে আজ খুবই বিব্রত হবে – এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকলো। কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে।
সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখলো সকলের টবে কী সুন্দর সুন্দর গাছ! অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখল। অনেকেই হাসাহাসি করল, কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করলো।
CEO রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। “ও মাই গড, আপনারা কী সুন্দর চারাগাছ ও ফুল জন্মিয়েছেন!” হঠাৎ তার চোখ গিয়ে পড়লো অলিভারের দিকে। অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করলো। CEO তাকে সামনে আসতে বললেন।
অলিভার খুব ভীত হয়ে পড়লো। নির্ঘাৎ সে আজ তার চাকুরী হারাবে। CEO জিজ্ঞেস করলেন “কি ব্যাপার অলিভার, আপনার বীজের কী হয়েছে?” অলিভার তাকে সব খুলে বললেন। CEO সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে বললেন দাড়িয়ে থাকতে। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন সবাই আমাদের নতুন CEO কে ভালো করে দেখুন, তার নাম অলিভার!
অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারলো না! সে তো কোন চারাগাছের জন্মই দিতে পারে নি!
সবাই বলাবলি করলো “সে কিভাবে CEO হলো?”
CEO বললেন “এক বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত। কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোন চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন, শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে যে টবে আমার দেয়া বীজটিই রয়েছে। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন।”
“যদি সততা রোপণ করেন, তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন”
“যদি সৎগুণ রোপণ করেন, তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন”
“যদি কঠোর শ্রম রোপণ করেন, তবে সাফল্য অর্জন করবেন”
“যদি সুবিবেচনা রোপণ করেন, তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন”
তাই কী রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন, তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কী অর্জন করবেন।
জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দিবে।
Collected from তাহের আহম্মেদ তুষার

এগিয়ে যাচ্ছে নারীবাদীরা! এগিয়ে যাচ্ছে দেশ?

এগিয়ে যাচ্ছে নারীবাদীরা!
এগিয়ে যাচ্ছে দেশ!
শুধুমাত্র ঢাকায়, প্রতি ঘন্টায় একটা করে ডিভোর্স হচ্ছে।
Bangladeshi Women! 

বেগম রোকেয়া চেতনায় উদ্দীপ্ত ষোল বছরের মেয়েরা সহপাঠিনীর বিয়ে ঠেকিয়ে দিলেও নিজেদের সাড়ে চার লক্ষ বাৎসরিক এবরশন ঠেকাতে পারছে না।
মাল্টিন্যাশনাল কোম্পানীর চোখের খোরাক হওয়ার চেতনায় বিভোর তরুনীরা নিজের ঘরে কাপড়ধোয়া রান্নাবান্নার মত বিষয়কে কেন্দ্র করে শুধু ঢাকাতেই ডিভোর্স নিচ্ছে প্রায় ৭০ শতাংশ।
চেতনা.
চেতনা..
চেতনা...
চারদিকে শুধু চেতনা....
কাঁধে কাঁধ মিলিয়ে চেতনার পিরামিড গড়ে তোলা তরুনীদের দিন শেষে নিজ কাঁধে উঠছে হতাশার হিমালয়।
ফলাফল- শুধুমাত্র বিষ আর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা বছরে ১০ হাজার তরুণীর! আর পতিতায় ভরা দেশ।
এয়ারহোস্টেস তথা বিমানের ওয়েটার হওয়ার নাম যোগ্যতা আর নিজ ঘরে রান্না করাটা বুয়াগিরি!
বসের ব্লেজার পড়িয়ে দেয়ার নাম পারফরমেন্স,
শ্বশুর-শাশুড়ির গামছা এগিয়ে দেয়া পরাধীনতা।
কাস্টমারদের গালাগাল খারাপ ব্যবহারকে হাসি মুখে সামাল দেয়ার নাম কোয়ালিটি, ক্লান্ত স্বামীর ধমক মানে আত্মমর্যাদার হনন!
কি আর গিলতে বাকি জাতির?
"দেখিয়ে দাও অদেখা তোমায়" স্লোগানে কোন পথে নিয়ে যাচ্ছে আমাদের? ওরা তো বলছে অন্ধকার থেকে আলোর দিকে .... আসলে কোন দিকে?(সংকলিত)

Saturday, February 29, 2020

Google Home Mini - Wireless Home Control And Voice Assistant Speaker

Google Home Mini - Wireless Home Control And Voice Assistant Speaker